বিচারপতি নিয়োগে যা আছে কাউন্সিল গঠনের প্রস্তাবে


দিক দিগন্ত প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ২:৪৫ পূর্বাহ্ন / ০ Views
বিচারপতি নিয়োগে যা আছে কাউন্সিল গঠনের প্রস্তাবে

উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ সংক্রান্ত জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাবনা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে আইন মন্ত্রণালয় বরাবর এ প্রস্তাবনা পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ প্রেরণ করার জন্য অনুরোধ প্রাপ্তির পর কাউন্সিল এরূপ সুপারিশ প্রদান করবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিগত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতসমূহে কর্মরত বিচারকদের সম্মুখে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচার বিভাগ সংস্কারের রূপরেখা নির্ণীত করে একটি পরিপূর্ণ রোডম্যাপ তুলে ধরেন। যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেন।