নিটওয়্যারের নানা উদ্ভাবন ও ফ্যাশন শো নিয়ে সিক্সিংয়ের ‘বাংলাদেশ নাইট’


দিক দিগন্ত প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ২:৪৩ পূর্বাহ্ন / ০ Views
নিটওয়্যারের নানা উদ্ভাবন ও ফ্যাশন শো নিয়ে সিক্সিংয়ের ‘বাংলাদেশ নাইট’


বিশ্বের শীর্ষস্থানীয় নিটিং মেশিনারি (বুনন যন্ত্র) ও প্রযুক্তিপ্রতিষ্ঠান নিংবো সিক্সিং কোং লিমিটেড ‘বাংলাদেশ নাইট’ নামের একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে মঙ্গলবার রাতে অনুষ্ঠানটি হয়েছে। এ দিন সিক্সিং ও বাংলাদেশের ৬টি কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

অনুষ্ঠানে নিংবো সিক্সিং গ্রুপের চেয়ারম্যান ফ্র্যাঙ্ক সান বলেন, ‘বিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নিটিং মেশিনারি সরবরাহ ও ডিজিটাল নিটিং কারখানায় সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করছি। এই শিল্পের উদ্ভাবন ও উন্নয়ন ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

 

নিটিং শিল্পের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে নিয়মিত বড় অঙ্কের অর্থ বিনিয়োগের কথা জানিয়ে ফ্র্যাঙ্ক সান বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক পোশাকশিল্পের একটি অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র। তাই এ দেশ সব সময় আমাদের মনোযোগের কেন্দ্রে রয়েছে। শিল্প প্রতিযোগিতা বাড়লে বাংলাদেশে কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টি হবে।’

 

অনুষ্ঠানে সুইজারল্যান্ডের নিটিং মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টাইগারের প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে-ইভেস বনভিন, সিক্সিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দীনসহ নানা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া এই শিল্প-সংশ্লিষ্ট তিন শতাধিক প্রভাবশালী সোয়েটার উৎপাদনকারী কোম্পানির মালিক ও নির্বাহী এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আয়োজনের শেষভাগে আলো ঝলমলে এক চিত্তাকর্ষক গ্র্যান্ড ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রকাশ করা হয় সিক্সিং সোয়েটার ডিজাইন দলের সর্বশেষ কাজ। চীন ও বাংলাদেশের মডেলরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব পোশাক পরে র‍্যাম্পে হাঁটেন।

 

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এসব নিটিং মেশিন এবং মেশিনে তৈরি পোশাক নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।