রূপগঞ্জে চারটি আবাসন প্রকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুইটি সিলগালা, ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ২৪ জুলাই:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত চারটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘পূর্বাচল বেস্ট সিটি, পূর্বাচল ইস্ট উড সিটি, রিজেন্ট টাউন ও সিটি মেড পূর্বাচল ভ্যালী’ নামের চারটি আবাসন কোম্পানিতে অভিযান চালানো হয়।

অভিযানে অনুমোদনবিহীনভাবে কৃষিজমি দখল, জোরপূর্বক বালু ভরাট, মিথ্যা প্রচারণা ও ভুয়া প্লট বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, এবং দুটি প্রকল্প সিলগালা করা হয়। একইসঙ্গে এসব কোম্পানির সাইনবোর্ড, গেট ও সাইট অফিস ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন সুজন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, “সরকারি অনুমোদন ছাড়াই এসব কোম্পানি কৃষিজমিতে আবাসন গড়েছে। কেউ জমি না কিনেই প্লট বিক্রির নামে প্রতারণা করছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এসব প্রতারণার শিকার হচ্ছেন। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।”

তিনি আরও বলেন, “অবৈধভাবে আবাসন গড়ে তোলার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমে কোনো ছাড় দেওয়া হবে না।