দোয়ারাবাজারে র‍্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক ২

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বসবাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকাল ৪ টা ৩০ ঘটিকার সময় নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন দক্ষিন শ্রীপুর গ্রামের হোসিয়ার আলীর ছেলে মোঃ সমর আলী (৪১) এবং আপ্তর আলী ছেলে মোহাম্মদ শাহাব উদ্দিন (১৯)।

আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত  দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Jakaria Jusef

জনপ্রিয় সংবাদ ঃ

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে আ*ওয়ামী লী*গ নেতা সিরাজ গ্রে*ফতার

দোয়ারাবাজারে র‍্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক ২

প্রকশের সময় : 01:53:49 pm, Wednesday, 29 January 2025

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বসবাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকাল ৪ টা ৩০ ঘটিকার সময় নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন দক্ষিন শ্রীপুর গ্রামের হোসিয়ার আলীর ছেলে মোঃ সমর আলী (৪১) এবং আপ্তর আলী ছেলে মোহাম্মদ শাহাব উদ্দিন (১৯)।

আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত  দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।