জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য ফারুক আহমদের বিরুদ্ধে মামলা, ফোরামের জরুরী সভা

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য দৈনিক আজকের বাংলা জগন্নাথপুর প্রতিনিধি ফারুক আহমদ এর বিরুদ্ধে জগন্নাথপুর সাব- রেজিস্ট্রারী অফিসের দলিল লেখক হাসির আলী সাইবার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালত সিলেটে মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম সারোয়ারের পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ফোরামের সদস্য ফারুক আহমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি শাহ এসএম ফরিদ, সহ সভাপতি হুমায়ুন কবির ফরিদী, সহ সাধারন সম্পাদক বিপ্নব দেবনাথ, অর্থ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমীন, কার্যকরী সদস্য রিয়াজ রহমান, মুকিম উদ্দিন, দুলন মিয়া, সাধারন সদস্য মিজানুর রহমান মিজান, জাবির আহমদ চৌধুরী, আকমল হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাগন বলেন, সাংবাদিক ফোরামের সদস্য ফারুক আহমদ বিভিন্ন নিউজের উৎস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেছিলেন। এই দলিল লেখকের বিরুদ্ধে কয়েকটি পত্রিকা ও অনলাইনে টিভিতে নিউজ হয়েছে । কিন্তু এসব বাদ দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ফারুক আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।